পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সফল না হওয়ায় বিক্ষোভ প্রায় সর্বত্র জেলায় বিক্ষোভ
মালদা জেলায় আজ ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া পথে নেমেছি আন্দোলনে ঝুঁকি নিয়ে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে চায় এই আন্দোলনের মাধ্যমে তাদের একটাই কথা আমরা পরীক্ষা দিলাম উনি আবার কিভাবে সেভ করব এটা ঠিক প্রত্যেক ছাত্ররা নাইন বল এই পরীক্ষাগুলো যখন তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশন করে মন দিয়ে পড়ে তাদের সাফল্য নিতে হবে তুমি পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্নকে জাগিয়ে তুলুন।
বিগ নিউজ বিডি নিউজ বিডি নিউজ আজকে মালদা জেলায় প্রায় 10 টার বেশি হাইস্কুলে উচ্চমাধ্যমিক পূর্বপাড়া নিজেদের ন্যায্য বিচার পাওয়ার জন্য পথে নেমেছে কেননা তারা একাদশ শ্রেণিতে কয়েকটা পরীক্ষা দিতে পায়নি এবং তারা যে একাদশ পরীক্ষা দিয়েছেন সেটা তার মন দিয়ে চাইনি কেননা সর্বত্র স্কুলের পরীক্ষার কোন ভ্যালু দেওয়া হয়না আজ আচমকা যেন আকাশ থেকে পাথর করে আকাশ থেকে যেন অদ্ভুত একটা জিনিষ পড়ে ছাত্রদের মন থেকে ছাত্রদের হিদয় পাস করেছে যে পরীক্ষাটা কোন ভ্যালু ছিলনা সে পরীক্ষা আজকে হয়ে উঠেছে আর পরীক্ষা তো সেইজন্য সমস্যায় পড়েছে আর যারা কঠোর পরিশ্রম করেছে তাদেরকে একাদশ শ্রেণিতে গুরুত্ব দিয়েছেন তারাই ভালো নাম্বার পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নাকি সমস্ত ছাত্রদেরকে পাস করানো হবে কিন্তু আমার মনে হয় না এই বছরটা একটা সুন্দর ভাবে কাটবে যারা এই বছরই পরীক্ষার রেজাল্টে উত্তীর্ণ আমার মনে হয় না তারা এ রেজাল্ট ভালো হবে কেননা তা পরীক্ষা দেয়নি অথচ তাদের নাম্বার আপনি যদি দেখেন মাধ্যমিকের রেজাল্ট তবে আপনি বুঝতে পারবেন তাদের নাম্বার দেওয়া ডাল কিন্তু দিকে দেখলে টুয়েলভ এর উচ্চমাধ্যমিক মেয়েদের নাম্বার দেওয়া হয়েছে সৎভাবে তারা যেটা ইলেভেনে নাম্বার পেয়েছে তার অনুযায়ী তাদের নাম্বার পাঠানো হয়েছে কিন্তু হয়তো কাউন্সিলদের কোন ত্রুটির ফলে অথবা হয়তো অন্যান্য কারণের ফলে কোন টাইপিং এর ভুলের জন্য ছাত্রর এরকম মিষ্টি হয়েছে তারা এভাবে তারা অন্য ক্লাসে উত্তীর্ণ হতে পারেনি উচ্চমাধ্যমিক পাশ করতে পারেনি তারা কলেজে পড়ার সুযোগ পায়নি কিন্তু তারা এটা মেনে নিতে পারছেন না তাই তারা আন্দোলনে ভারতের সংবিধানের আন্দোলন তোমরা আমাদের দেশের সম্পদ।
আমাদের অহিংস আন্দোলন করতে হবে আমাদের এরকম হিংসুক ভাবে সমস্ত কেজিতে আগুন জ্বালিয়ে এভাবে আমরা 19 সালের জনসম্পদ কে নষ্ট করে আমরা আন্দোলন করবো এটা কখনো কেউ মেনে নিতে পারে না আর ছাত্র দের পরিচয় না ছাত্রসমাজকে শেখাবে কিভাবে আমাদের আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করবো মানুষের ক্ষতি হয় মানে মানুষের ধর্ম কি মানুষকে মানুষকে আরাম দিতে চাই তাই সকলকে বলবো তোমরা আন্দোলন করো কিন্তু এমনভাবে আন্দোলন করো না তোমাদের ওপর কড়া পদক্ষেপ নিয়ে নেইউত্তীর্ণ হতে পারো চেষ্টা করো না পরের বছর
Comments
Post a Comment