Posts

Showing posts from February, 2021

দেশ স্বাধীনতার পর প্রথম এক মহিলাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন রাষ্ট্রপতি। স্বাধীন ভারতের সেই মহিলাটি অপরাধ কি ? কেন তাকে ফাঁসি দেওয়া হবে?

Image
 স্বাধীনতার পর প্রথম ফাঁসি হবে এক মহিলা। কি ছিল মহিলাটির অপরাধ? এমন কত বড় অপরাধ যার ফলে তার ফাসি হবে স্বাধীনতার পর থেকে এই ভারতবর্ষের বুকে কোন নগরীকে ফাঁসি দেওয়া হয়নি কিন্তু 2021 সালে সেই বিশ্ব রেকর্ড আজ ভারতবর্ষে ঘটে চলেছে। (কি কারণ এই মহিলাটিকে ফাঁসি দেওয়া হচ্ছে। এর কারণ শোনার পর আপনি বলবেন একে পাথর ছুড়ে ছুড়ে মারা দরকার) আপনি কি যতই মারে পাপ কখনও কম হবে না। উত্তরপ্রদেশের এক মহিলা যার নাম সাবনাম । সে এমন বড় অপরাধ করেছে  আপনার বিশ্বাস হবে। মেয়েটি উত্তরপ্রদেশে এক শিক্ষকের কন্যা। সেই শিক্ষক থাকে ভালোভাবে শিক্ষা দেয় এবং মানুষের মত মানুষ করে তুলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় বর্তমান পরিস্থিতি হয়ে পড়েছে প্রেমের দুনিয়া যাকে মানুষ বলে প্রিয় ভালোবাসা কিন্তু এটা হচ্ছে সর্বনাশের আশা। সেই মহিলাটির ফাঁসির পিছনে একটাই কারণ যেটার মূল উৎস এ পাগলামি ভালোবাসা।  সেই মহিলাটি এম এ পাস করে এবং শিক্ষিকার কাজ করতেন । কিন্তু সেই মহিলাটি এক গ্রামের পঞ্চম ক্লাস ফেল এক ছেলের সঙ্গে প্রেম করতে শুরু করি। কিন্তু বর্তমান যুগের ছেলে মেয়েরা প্রেম কি এমন জায়গায় নিয়ে যায় মুখ দিয়ে যা উচ্চারণ ...

কলকাতায় চিকিৎসা করে বাড়ি ফেরার সময় ট্রেনে করে আসার পথে মালদা টাউন স্টেশনে মৃত্যু হয় এক গৃহবধূ সঙ্গীত সিংহ

Image
 চিকিৎসা করে বাড়ি ফেরার পথে মৃত্যু এক গৃহবধূ। জানা যায় শ্বাসকষ্টের চিকিৎসার উদ্দেশ্যে এক গৃহবধূ তার স্বামীর সঙ্গে‌ কলকাতায় যায় । চিকিৎসা করার পরে তারা বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠে এবং ট্রেনটি ছিল যোগবানি এক্সপ্রেস। ট্রেনটি যখন মালদা টাউন স্টেশনে ঢুকবে তখন গৃহবধুটির নড়াচড়া বন্ধ হয়ে যায় তারপর গৃহবধূ পরিবারের সদস্য মালদা টাউন স্টেশন এর DRP কে জানান সমস্ত বিষয়টা। সঙ্গে সঙ্গে স্টেশন পুলিশ সেখানে হাজির হয় তার পরে পরে রেল চিকিৎসক সেখানে উপস্থিত হয় এবং গৃহবধূটিকে যাচাই করে দেখে সে মারা গেছে। তড়িঘড়ি এই ঘটনাটা সর্বত্র ছড়িয়ে পড়ে সেখানে গৃহবধূর পরিবারের সদস্যরা হাজির হয় এবং গৃহবধূকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে জানা যায় গৃহবধুটির শ্বাসকষ্ট ছিল সেই উদ্দেশ্যে সে কলকাতায় চিকিৎসা করাতে যায় আরো জানা যায় তার নাম হলো সঙ্গীত সিংহ এবং বয়স 48 বছর । মহিলাটির বাড়ি বিহারের পূর্ণিয়া এলাকায়। গৃহবধূ ও তার স্বামী যোগপানি এক্সপ্রেস করে বাড়ি ফিরছিলেন।            একই রকম আরও খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন।

Health minister ঘোষণা করে এবার থেকে বছরে দুইবার NEET exam অনুষ্ঠিত হবে

Image
 নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এ জন্য সবুজ সংকেত দিয়েছে এবং এ বছর পরীক্ষাগুলির আয়োজনের পথ সুগম করার কারণে এই বছরের শুরুতে জাতীয় প্রবেশ-কাম-যোগ্যতা পরীক্ষা NEET (নেট) দু'বার নেওয়া হবে   পরীক্ষার জন্য পরীক্ষার সময়সূচি - মেডিকেল, ডেন্টাল এবং অন্যান্য বেশ কয়েকটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষা - তবে, এখনও চূড়ান্ত করা হয়নি।  স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা সাম্প্রতিক এক বৈঠকে শিক্ষামন্ত্রণালয় এবং জাতীয় পরীক্ষা সংস্থা - যা গত বছর থেকেই পরীক্ষাটি পরিচালনা করে আসছে - তাদের অনলাইন এবং অফলাইন পদ্ধতি পরীক্ষা এবং একাধিক অধিবেশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল।  "যদিও আমরা অনুভব করেছি যে বিপুলসংখ্যক এনইইটি উচ্চাকাঙ্ক্ষী এখনও অনলাইন মোডে পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত না হতে পারে, এখন এই বছর দু'বার পরীক্ষা দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা রয়েছে," said a senior official in the medical education department of the Health Ministry.  বছরের দু'বার বিন্যাস শিক্ষার্থীদের দু'বার পরীক্ষা দিলে সেরা দুটি স্কোরের ভিত্তিতে র‌্যাঙ্কিংয়...